ইংরেজি শেখার সহজ উপায়। সহজে ইংরেজি শিখুন এ সকল পদক্ষেপ এর মাধ্যমে

 




ইংরেজি ভাষা শিখতে হলে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে?  ইংরেজি মুভি দেখে, ইংরেজি গান শুনে কিংবা ইংরেজি শেখার এপ ডাউনলোড করে ইংরেজি শেখা যায় না। ইংরেজি শিখতে হলে প্রয়োজন সময়, ধৈর্য, পরিশ্রম এবং ৪টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


আমার প্রায়ই শুনি কিংবা বিভিন্ন প্রতিবেদনে পরে থাকি যে, ইংরিজি শিখতে হলে বেশি বেশি ইংরেজি মুভি দেখতে হবে, ইংরেজি গান শুন‌তে হবে, সবার সাথে ইংরেজিতে কথা বলতে হবে ইত্যাদি ইত্যাদি।তবে ইংরেজি শেখার ক্ষেত্রে এই কাজগুলো ৫% উপকারও করতে পারে কিনা সন্দেহ। এগুলো আপনার কাজে লাগে ইংরেজি শেখার পর ইংরেজি ভাষাটাকে প্রাকটিস বা অনুশীলন করার জন্য। তবে ইংরেজি শেখার প্রথম  অবস্থায় এই কাজগুলো শুধু    আপনার মাথা খারাপ করার কাজে লাগে।


ইংরেজি শেখার উপকারিতা

এখন আসুন ইংরেজি শেখার প্রয়োজনীয়তা সম্পর্কে একটু জেনে নেই।

১.ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। বর্তমানে খুব সহজে ভিডিও কলের মাধ্যমে যেকোনো দেশের মানুষের সাথে সরাসরি কথা বলা যায়।আর দুটি ভিন্ন ভাষার মানুষ তাদের মনের ভাব প্রকাশ করতে এই ইংরেজি ভাষাই ব্যবহার করে।


২. বর্তমানে প্রায় সব ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়ীক কার্যক্রম অনলাইন ভিত্তিক করে ফেলছে। যে কারনে তারা তাদের প্রতিষ্ঠানে কর্মি নিয়োগ করার পূর্বে উক্ত কর্মীর ইংরেজি ভাষায় দক্ষতা আছে কিনা তা যাচাই করে।

৩. বর্তমান সময়ে খুব সহজে ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করা যায়। আর এই অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য আপনি যতটা ইংরেজিতে দক্ষ হবে ততটাই আপনার জন্য ভালো হবে।


আর যাহেতু আপনি এই লেখাটি পরছেন সেহেতু আপনি ইংরেজি ভাষা শেখার উপকারিতা সম্পর্কে খুব ভালোভাবেই জানেন।

তাই নিচে দেওয়া ৪টি পদক্ষেপ ফলো করুন,অনুশীলন করুন ইনশাআল্লাহ আপনার ইংরেজি ভাষায় দক্ষতা আসবেই।



ইংরেজি ভাষা শেখার সহজ এবং কার্যকরী ৪টি পদক্ষেপ ...

  1. ব্যসিক ইংরেজি গ্রামারগুলো শিখুন
  2. ইংরেজি রিডিং পরার মাধ্যমে গ্রামার গুলো প্রাকটিস করুন।
  3. ইংরেজি লিখুন।
  4. ইংরেজি ভাষায় দক্ষ মানুষের সাথে ইংরেজিতে কথা বলুন কিংবা ইংরেজিতে চ্যাট করুন।


১. ব্যসিক ইংরেজি গ্রামার শিখুন

নিচে দেওয়া ৩টি পদক্ষেপে ইংরেজি ভাষার ব্যসিক গ্রামারগুলো শিখুন 

ক. ইংরেজি ভাষা ভালোভাবে শেখার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে শিখতে হবে verb বা forms of verb. কমপক্ষে ৪০০ থেকে ৫০০ verb এর present,past এবং past participle form মুখস্থ করুন। এই forms of verb আপনার ইংরেজি বোঝার ক্ষেত্রে, ইংরেজি শেখার ক্ষেত্রে কিংবা ইংরেজি বলার ক্ষেত্রে প্রায় সব স্তরেই প্রয়োজন হবে।forms of verb ছারা ইংরেজি শেখা অসম্ভব। তাই একটু সময় নিয়ে ধৈর্যের সহকারে forms of verb মুখস্থ করুন।


খ.  Tense বা কাল

সঠিকভাবে ইংরেজি শেখার প্রধান শর্ত হলো tense বা কাল।Tense কে ইংরেজি ভাষার প্রান (soul of English language) বলা হয়। প্রতিদিন ১ঘন্টা করে tense (present tense, past tense, future tense) এর যাবতীয় সুত্রগুলো পরুন, বুঝুন এবং মুখস্থ করুন । দুই সপ্তাহ টানা tense পরতে পারলে  tense আপনার আয়ত্তে আসতে  বাধ্য। আর একবার tense পুরোপুরি মুখস্থ করতে পারলে ইংরে্ি ভাষার প্রায় ৭০% আপনার আয়ত্তে এসে যাবে। আর tense শেখার আগে আপনাকে শিখতে হবে কিছু ব্যসিক গ্রামার যেমন, person, number, forms of verb. Tense বিস্তারিতভাবে শেখার জন্য আপনার কাজে লাগবে sentence.


গ. নিম্নবর্ণিত words এবং phrase গুলোর ব্যবহার করতে শিখুন।


  1. Was born/be born
  2. Would rather
  3. Let alone
  4. Have to/had to
  5. Had better
  6. What if
  7. As soon as
  8. Used to
  9. Dare
  10. Need
  11. It is time
  12. Introductory there/there


উপরিউক্ত words এবং phrase গুলোর ব্যবহার শিখতে 
Visit special use of word's and phrase.

এই সকল গ্রামারগুলো শিখলে আপনি ইংরেজি ভাষা দক্ষ হয়ে উঠবেন।



২. ইংরেজি রিডিং পরার মাধ্যমে গ্রামারগুলো  প্রাকটিস করুন।

প্রথম ধাপ শেষ করার পর দ্বিতীয় ধাপে আসবেন। যেকোনো একটা বিষয়ের উপর বই কিংবা মোবাইলে প্রতিষ্ঠান বা article পরুন। ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে কোন বাক্যটা কোন উদ্যেশ্যে বলা হয়েছে, কোন সময়ের কথা বলা হয়েছে এবং কিভাবে বলা হয়েছে।ধীরে ধীরে আপনি বাক্যার গঠনগুলো পরিস্কার বুঝতে    পারবেন এবং নিজেও বাক্য গঠন করার যোগ্যতা অর্জন করতে পারবেন। 


৩. ইংরেজি লিখুন

কোনো একটি বিষয় বাছাই করুন এবং ১৫-২০ মিনিট ঐ বিষয় নিয়ে ইংরেজিতে লিখে যান। কোনো জায়গায় আটকে গেলে গ্রামার ঘাটুন এবং গুগল ট্রান্সলেটরের সাহায্য নিন। টানা ১৫ দিন এভাবে লিখে যান।ইনশাআল্লাহ ইংরেজি ভাষায় আপনার দক্ষতা অনেকটাই বেড়ে যাবে।



৪. ইংরেজি ভাষায় দক্ষ মানুষের সাথে ইংরেজিতে কথা বলুন কিংবা ইংরেজিতে চ্যাট করুন।

এমন একজন মানুষ বাছাই করুন যে কিনা ইংরেজি ভাষায় দক্ষ এবং ইংরেজি ভাষায় কথা বলতে সক্ষম। সে হতে পারে আপনার শিক্ষক কিংবা হতে পারে পরালেখার দিক দিয়ে আপনার কোনো সিনিয়র বড় ভাই কিংবা বড় বোন। তাদের সাথে ইংরেজিতে কথা বলুন কিংবা সোস্যাল মিডিয়াতে ইংরেজিতে চ্যাট করুন। ভুল হলে তারাই শুধরে দিবে আবার তাদের বলার ভঙ্গি থেকে আপনিও শিক্ষা নিতে পারবেন।

ইতিকথা

এই ৪টি ধাপে ইংরেজি শিখতে পারলে ইনশাআল্লাহ আপনি ইংরেজি ভাষা স্পষ্টভাবে বলতে ও লিখতে পারবেন

Post a Comment

0 Comments